চাকমা বিদ্রোহ কতবার এবং কি কি নামে সংগঠিত হয় এবং নেতা কারা কারা ছিল?

এমন পরিস্থিতিতে ১৭৭৬ সালে চাকমা দলপতি রাজা শের দৌলত ও তাঁর সেনাপতি রামু খাঁর নেতৃতে প্রথমবার চাকমা বিদ্রোহ সংঘটিত হয়। ১৭৮২ ও ১৭৮৪ সালে রামু খাঁর পুত্র জানবকস খাঁর নেতৃত্বে আরও দুটি বিদ্রোহ হয়। সর্বশেষ ১৭৮৭ সালে আরেকটি বিদ্রোহ দ্বিতীয় শের দৌলত খাঁর নেতৃত্বে ঘটে।

Add Comment
0 Answer(s)

Your Answer

By posting your answer, you agree to the privacy policy and terms of service.